×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ২৩৪৩৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজা সিটিতে ইসরাইলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন পাঁচজন। এ হামলায় আরো ৩০ জনেরও বেশি মানুষ একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আমাদের দল ইসরাইলি হামলার পর চারজন শহীদ এবং পাঁচজন আহতকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।’  

ইসরাইল ভোরে গাজা শহরের সাবরা পাড়ায় একটি বেসামরিক বাড়িতে হামলা চালায়। 

তবে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। 

ইসরাইল এক মাসেরও বেশি সময় আগে গাজা উপত্যকা জুড়ে হামাসের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করেছিল।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বাসাল বলেন, ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে ইসরাইলিদের লক্ষ্যবস্তুতে থাকা বাড়িটির ধ্বংসস্তূপের নিচে ‘৩০ জনেরও বেশি’ মানুষ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং ‘প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না’। 

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি হামলায় কমপক্ষে ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ৪শ’ ৩৯ জনে দাঁড়িয়েছে। 

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুসারে জানা গেছে, গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২শ’ ১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস ২৫১ জনকে অপহরণ করেছে, যাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় আটক রয়েছে। এই অপহরণকারীদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।  

ইসরাইল বলছে, নতুন করে সামরিক অভিযানের লক্ষ্য হলো হামাসকে অবশিষ্ট বন্দীদের মুক্ত করতে বাধ্য করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat