×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ২৩৪৩৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শনিবার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সারা দেশের সকল জেলা ও মহানগর আমীরদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে বক্তৃতা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংঘটিত করেছে। এই গণহত্যার প্রথমটা বিডিআর-এর ঘটনায় ৫৭ জন চৌকস সেনা অফিসারকে আমরা হারিয়েছি। দ্বিতীয়টি ৫ই মে হেফাজতের সমাবেশে ও সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা সংঘটিত করেছে তারা।

আজ শনিবার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সারা দেশের সকল জেলা ও মহানগর আমীরদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন।

আমীরে জামায়াত বলেন, সারা দেশের সব মহানগরী ও জেলা আমীরদের নিয়ে আজকে আমরা একত্রে বসতে পেরেছি। গত ১৫ বছর আমরা এমনভাবে বসতে পারিনি। গত ১৫ বছরে গুম-খুনের মাধ্যমে অগণিত মানুষ চিরদিনের জন্য হারিয়ে গেছে। যাদের ভাগ্য ভালো, তারা ফিরে এসেছে। অসংখ্য মানুষকে এক যুগ ধরে তাদের কর্মস্থল থেকে তাড়িয়ে দিয়ে তাদের পেঠে লাথি মারা হয়েছে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর দল হিসেবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। আমরা প্রায় সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। তারা আমাদের এই সহযোগিতা গ্রহণ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশ আমাদের সকলের। দেশে যদি অস্থিরতা বিরাজ করে, সবাই মুখ থুবড়ে পড়বো। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। দ্বিতীয় স্বাধীনতার পর দেশে ৪ দিন কার্যত কোন সরকার ছিল না। সে সময়ও আমরা আমাদের সেচ্ছাসেবক দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছি। 

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সরকার গঠিত হয়েছে, তাকে আমরা সমর্থন করছি এবং করবো। তবে আমরা বিনা শর্তে সমর্থন দিচ্ছি না। জাতির মনে আস্থা তৈরীর জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে। যদি এদের বিচার হয়, তবে আগামী নির্বাচনে কালো টাকা ব্যবহারের দুঃসাহস কেউ দেখাবে না। এ জাতি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে আমাদের সুপারিশমালা আমরা কমিশনের কাছে দিয়েছি। আমরা যত বেশি সহযোগিতা করবো, সরকার তত সফল হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat