×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩৪৪৫৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার সদ্যসমাপ্ত নির্বাচনে বিরোধীদলীয় নেতা পিটার ডাটনের পরাজয়ের পেছনে মূল কারণ ছিল তাঁর নিজের অবস্থান ও নেতৃত্বের দুর্বলতা—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সিডনি থেকে এএফপি জানায়, নির্বাচনের আগে ডাটন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'চতুর' ও 'দূরদর্শী চিন্তাবিদ' বলে প্রশংসা করলেও শেষ পর্যন্ত তিনি নিজের ভুলেই নিজের আসনটা হারিয়ে বসেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ডাটন উভয়েই নির্বাচনের প্রচারে ট্রাম্পের বিষয়ে কড়া অবস্থান নেন। তারা জোর দিয়ে বলেন, অস্ট্রেলিয়ার স্বার্থ রক্ষায় কেউই বাইরের কোনো নেতার চাপের কাছে নত হবেন না।

লেবার পার্টির সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের উপদেষ্টা এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের পলিসি ল্যাবের পরিচালক কেট হ্যারিসন ব্রেনান জানান, ডাটনের নেতৃত্বাধীন জোট ট্রাম্পের অনুরূপ কিছু নীতি অনুসরণ করেছিল। তার মতে, 'ট্রাম্প অবশ্যই নির্বাচনে প্রভাব ফেলেছেন।'

'বিশ্বব্যাপী ট্রাম্পের সময় যে অস্থিরতা দেখা গেছে, তা অস্ট্রেলিয়রাও দেখেছে,' বলেন তিনি। 'এতে করে আলবানিজের পক্ষে যুক্তি তুলে ধরা সহজ হয়েছে যে, এমন এক অস্থির সময়ে তিনি শান্তিপূর্ণ ও কার্যকর নেতৃত্ব দিতে পারবেন।'

তবে সব বিশ্লেষকই ট্রাম্পকে ডাটনের পরাজয়ের কারণ হিসেবে দেখছেন না। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক পল উইলিয়ামস মনে করেন, 'ট্রাম্প হোয়াইট হাউসে না থাকলেও আলবানিজ জিততেন।'

তিনি বলেন, ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সিদ্ধান্ত ছিল লেবার পার্টির জন্য এক ‘টার্নিং পয়েন্ট’। তার মতে, 'এটা খরচ-জীবনঘনিষ্ঠ একটি নির্বাচন ছিল, তবে মজুরি যে ধীরে ধীরে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে, সেটাই পরিস্থিতি পাল্টেছে।'

উইলিয়ামস মনে করেন না যে ডাটনের নীতিগুলো ট্রাম্পের কাছ থেকে অনুপ্রাণিত। বরং তার অভিযোগ, ডাটন কয়েকটি প্রস্তাব দিয়েছেন যেমন পারমাণবিক বিদ্যুৎ চালু করার কথা, তবে সেগুলো ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। সরকারি চাকরিজীবীদের বাসা থেকে কাজ করা বন্ধের একটি প্রস্তাবও দ্রুত প্রত্যাহার করে নিতে হয় তাঁকে, যা নারী ভোটারদের বিরূপ করেছে।

প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, 'এই প্রচারের একটি সপ্তাহও এমন যায়নি, যেখানে ডাটন দিকবদল করেননি।'

পল উইলিয়ামসের মতে, 'অনিশ্চিত ভোটাররা ডাটনকে ট্রাম্পের মতো বলে এড়িয়ে যাননি না, তারা ডাটনকে এড়িয়ে যাওয়ার কারণ তিনি ডাটন।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat