×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৪৩৪৫৪৩৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ দ্রুত শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালানোর এবং ইসলামাবাদ পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'এটা লজ্জাজনক। আমরা এ বিষয়ে এইমাত্র শুনলাম। তবে অতীতের হিসেবে লোকে অনুমান করতে পারছিল, এমন কিছু ঘটতে পারে। আসলে, তারা অনেক দশক—এমনকি শতাব্দী ধরেই লড়ছে, যদি আপনি এ নিয়ে চিন্তা করেন।'

ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে তিনবার পূর্ণমাত্রার যুদ্ধ করেছে। উভয় দেশ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে, তবে অঞ্চলটির আলাদা অংশ তারা শাসন করে আসছে।

ট্রাম্প আরও বলেন, 'আমি কেবল আশা করি, এটা খুব দ্রুতই শেষ হবে।'

ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে এক পর্যটকবাহী বাসে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের ভূখণ্ডে ‘সন্ত্রাসবাদী ঘাঁটি’তে বিমান হামলা চালানোর কথা জানায় ভারত। নিহতদের বেশিরভাগই হিন্দু।

নয়াদিল্লি জানিয়েছে, জাতিসংঘে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্যরাই ওই হামলার জন্য দায়ী।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভারত অধিকৃত কাশ্মীর লাগোয়া পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় তিনটি এবং পাঞ্জাব প্রদেশে দুটি স্থানে হামলা চালানো হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, এসব হামলায় একজন শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এর কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানায়।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, 'আমরা পাকিস্তান ও ভারতকে আহ্বান জানাচ্ছি, তারা যেন একটি দায়িত্বশীল সমাধানের পথে অগ্রসর হয়, যা দীর্ঘমেয়াদে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat