×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৯-২২
  • ৪৩৪৫৩৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় রোববার তিন শিশুসহ কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৈরুত থেকে এএফপি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট জোসেফ আউন এটিকে ‘গণহত্যা’ অভিহিত করে এর  নিন্দা জানিয়েছেন।

রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিনতে জবাইলের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। 

পরে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ‘লেবাননের দক্ষিণাঞ্চলে বিনতে জবাইল এলাকায় একজন হিজবুল্লাহ সন্ত্রাসীকে হত্যা করেছে।’

এতে আরো বলা হয়েছে, ‘ওই সন্ত্রাসী ইসরাইল ও লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন করে একটি বেসামরিক জনগোষ্ঠীর ভেতরে থেকে কাজ করতো।’

আইডিএফ জানায়, ‘এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। আইডিএফ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন, এমন ব্যক্তির যে কোনো ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে ও যতটা সম্ভব ক্ষতি কমিয়ে আনার জন্য কাজ করে।’ 
ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।

হিজবুল্লাহকে লক্ষ্য করে কাজ করছে দাবি করে ইসরাইল লেবাননের অভ্যন্তরে ঘন ঘন হামলা চালাচ্ছে।

যদিও এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটানোর লক্ষ্যে নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে ‘গণহত্যা’ বলে  নিন্দা করেছেন এবং যুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আউনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এক্স-এ প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শান্তি ও মানবাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা নিউইয়র্কে আছি। ইসরাইল আন্তর্জাতিক প্রস্তাবগুলো ক্রমাগত লঙ্ঘন করেই যাচ্ছে।’

তিনি ইসরাইলকে বিনতে জবাইলে একটি নতুন গণহত্যা সংঘটিত করার জন্য অভিযুক্ত করেছেন।
এই ঘটনায় তিন শিশুসহ পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat