×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩৪৫৪৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রিসের রক্ষণশীল সরকারের ১৩ ঘণ্টা কর্মদিবস চালু করার পরিকল্পনার বিরুদ্ধে বুধবার ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এতে দেশটি স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই ধর্মঘটের কারণে এথেন্সে পরিবহন, ট্রেন ও ফেরি পরিষেবা ব্যাহত হবে। ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষক, হাসপাতাল কর্মী ও সরকারি কর্মচারীরাও এই আন্দোলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের রক্ষণশীল সরকারের প্রস্তাবিত সংস্কারের বিরোধিতা করার জন্য সারা দেশে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

প্রধান বেসরকারি খাতের ইউনিয়ন (জিএসইই) জানিয়েছে, এই সংস্কার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে বিপন্ন করবে এবং পেশাদার ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য নষ্ট করে দেবে। 

জিএসইই পাবলিক সেক্টর ইউনিয়ন (এডিইডিওয়াই)’র সঙ্গে এই ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছে।

কমিউনিস্টপন্থী ইউনিয়ন (পিএএমই) শ্রমিকদের জন্য ‘আধুনিক দাসত্ব’ চালু করার এবং শ্রমিকদের জন্য ‘অমানবিক সময় ও অত্যন্ত নিম্ন মজুরি’তে কাজ করতে বাধ্য করার জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

গ্রিসের অর্থনীতি সংস্কার সংক্রান্ত বিল উদ্ভূত ব্যতিক্রমী পরিস্থিতিতে কর্মীদের একই নিয়োগকর্তার জন্য দিনে অতিরিক্ত ১৩ ঘন্টা কাজ করার অনুমোদন দিয়েছে। 

যদিও বিলটি এখনও সংসদে জমা দেওয়া হয়নি। 

গ্রিসে ঋণ সংকটের পর অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে। কিন্তু তা টেকসই হয়নি, ভঙ্গুরই রয়ে গেছে। 

২০১৯ সাল থেকে ক্ষমতায় থাকা মিৎসোটাকিস বলেছেন, অনেক তরুণের বর্তমানে দুটি চাকরি রয়েছে এবং তারা আরও বেশি উপার্জনের জন্য আরও বেশি কাজ করতে চায়।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ের জন্য পছন্দের স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছি।’

তিনি প্রশ্ন তোলেন, কেন এটি অসামাজিক হবে?

শ্রমমন্ত্রী নিকি কেরামেউস জোর দিয়ে বলেছেন, এই পদক্ষেপটি ‘ব্যতিক্রমী’ এবং কোনওভাবেই এর সাধারণীকরণ করা হবে না।

তিনি এই সপ্তাহে মেগা টিভিকে বলেন, ‘এটি একটি বিধান, যা বছরে ৩৭ দিন পর্যন্ত বৈধ এবং শুধুমাত্র কর্মচারীর সম্মতি ও ৪০ শতাংশ বর্ধিত বেতনের সঙ্গেই এটিকে প্রয়োগ করা যাবে।’

বেকারত্ব হ্রাস ও টেকসই প্রবৃদ্ধি সত্ত্বেও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিপরীতে কম মজুরি অর্থনীতির একটি প্রধান উদ্বেগ। 

যদিও গ্রিসে ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে, যা প্রতি মাসে ৮৮০ ইউরো।

সংসদ এখনও খসড়া আইনটির আলোচনা তাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেনি। ইউরোস্ট্যাটের মতে, গ্রীকরা গড়ে সপ্তাহে ৩৯.৮ ঘন্টা কাজ করে, যেখানে ইইউর গড় কর্মসময় ৩৫.৮ ঘন্টা।

পর্যটন খাতে ব্যস্ত মৌসুমে পরিবেশক ও রাঁধুনিরা দীর্ঘ দিন কাজ করে। কখনও কখনও কোনও সাপ্তাহিক বিশ্রাম ছাড়াই তাদেরকে কাজ করতে হয়।

গ্রীসের আইনে কর্মদিবস আট ঘন্টা। দেশটিতে বেতনসহ ওভারটাইম করার ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat