×
ব্রেকিং নিউজ :
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানো দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বিএনপি নেতা ডাবলু ‘হত্যা’র ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে: অর্থ উপদেষ্টা সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৩৫৪৪৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৫ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। ছবি : পিআইডি
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৫ উদযাপন করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। 

আজ শুক্রবার দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। এরপর দিনটি উপলক্ষ্যে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তাদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে কুয়ালালামপুরের জি টাওয়ারের হলরুমে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। হাইকমিশনার দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন। তিনি মালয়েশিয়ার অর্থনীতির বিভিন্ন খাতে বাংলাদেশী কর্মীদের অবদান তুলে ধরেন এবং বাংলাদেশী কর্মীদের উপর আস্থা রাখার জন্য মালয়শিয়ার নিয়োগকারীদের ধন্যবাদ জানান।

এছাড়া তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের কার্যকর সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেয়ার জন্য মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মালয়েশিয়া চিফ অব মিশন হেবা আব্দেল লতিফ, মালয়েশিয়ায় সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের ফরেন ওয়ার্কার্স ইউনিটের প্রধান হারিরি বিন হারুন, মালয়েশিয়ায় কর্মী নিয়োগকারীদের প্রতিনিধি ফেডারেশন অব মালয়েশিয়া ম্যানুফ্যাকচারিং এর ভাইস প্রেসিডেন্ট দাতো নাথান কে সাপি, মালয়েশিয়ার কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ এর সিইও দাতো রফিক, সিবিএল মানি ট্রান্সফার, মালয়েশিয়ার প্রধান নির্বাহী সাইদুর রহমান ফারাজী এবং প্রবাসী কর্মীদের পক্ষে রাকিবুল হাসান।

উল্লেখ্য, অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস উপলক্ষ্যে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat