×
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ বাদ ফজর শুরু হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ বাদ ফজর শুরু হয়েছে। ফজরের নামাজের পর শীর্ষস্থানীয় মুরুব্বীদের আম বয়ানের মধ্যেদিয়ে  টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার শেষ ধাপ।

রবিবার পর্যন্ত আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন। দ্বিতীয় ধাপেও অংশ নিয়েছে দেশ বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি। দ্বিতীয় ধাপে অংশ নিতে গত দুই-তিন ধরে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে থাকে মুসল্লিরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ।

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে ন্যায় দ্বিতীয় ধাপেও অংশ নিয়েছে ঢাকাসহ দেশের ১৭টি জেলার মুসল্লি। দুই ধাপে অংশ নিবে ৩৩ জেলার মুসল্লি। আগামী ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

দ্বিতীয় ধাপে অংশ নিয়েছে ঢাকা, মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা। এছাড়া থাকছে বিদেশি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। এর আগে গত ১৩ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম ধাপ। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ১৫ জানুয়ারি রবিবার শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat