দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান,স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন।