×
ব্রেকিং নিউজ :
স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী নীলফামারীতে গোপন বৈঠককালে জামায়াতের তিন নেতা গ্রেপ্তার রবীন্দ্রনাথ বর্তমানে বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে : অর্থ প্রতিমন্ত্রী হাবিবের সেঞ্চুরিতে সুপার লিগের টিকিট পেল গাজী গ্রুপ টাঙ্গাইলে সম্প্রসারিত হয়েছে আদা ও হলুদ চাষের জমি গোপালগঞ্জে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প চট্টগ্রামে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-২৪
  • ৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিবরাত্রি উৎসব উপলক্ষে দু’দিনব্যাপী শিবরাত্রি উৎসব ও মেলা
জয়পুরহাট প্রতিনিধি:- শত বছরের পুরনো ঐতিহ্য নিয়ে দেশের হিন্দু সম্প্রদায়ের বৃহৎ মহাতীর্থস্থান বেলআমলা বারোশিবালয় মন্দিরে শুক্রবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী শিবরাত্রি উৎসব ও মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু ভক্তদের পদভারে এখন মুখরিত বারোশিবালয় প্রাঙ্গণ। জয়পুরহাট জেলা শহর থেকে তিন কিলোমিটার উত্তরদিকে অবস্থিত বেলআমলা বারোশিবালয় মন্দির। যার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে একশিব মন্দির ও পাঁচশিব মন্দির নামে আরো দুটি মন্দির।ফাল্গুনের চতুর্দশীতে শিবরাত্রি উপলক্ষে শত বছরের পুরনো ঐতিহ্য হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও চার প্রহর পূজার পাশাপাশি দু’দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক হিন্দু ও মাড়োয়ারি সম্প্রদায়ের ভক্তদের মুখে ধ্বনিত হচ্ছে ‘সত্তম শিবম সুন্দরম’, ‘ওঁ নম: শিবায় শান্তায় করুণত্রয় হে তবে।’ ‘নিবেদয়ামি চাত্নানাং ত্বংগতি পরমেশ্বর’। শিবরাত্রি উৎসব হিন্দু, বিশেষ করে মাড়োয়ারি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও বারোশিবালয় মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে হিন্দু-মুসলিমের অসাম্প্রদায়িক মিলন মেলায়। শনিবার সন্ধ্যায় জয় মা কালীর অমাবস্যা পূজার মধ্য দিয়ে পূর্ণ্যার্থীদের মিলন মেলা শেষ হবে।১২শিবমন্দির একসঙ্গে থাকায় এর নাম হয় বারোশিবালয়। কত বছর আগে এটি নির্মিত তা সঠিকভাবে জানা না গেলেও দু-আড়াইশ’বছর আগের তৈরি এতে কোন সন্দেহ নেই। হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থস্থান বারোশিবালয় মন্দিরে শিবরাত্রি উৎসব ও মেলায় সকল ধর্মের লোকজন অংশগ্রহণ করে থাকেন বলে জানান, মন্দির কমিটির সভাপতি তারা চাঁদ বাজলা। সুষ্ঠুভাবে শিবরাত্রি উদযাপনে পর্যাপ্ত সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat