×
ব্রেকিং নিউজ :
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-কামালের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আইআরআই’র আশাবাদ বাংলাদেশে শোভন কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ জোরদারে কাজ করবে আইএলও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও অপকর্মে জড়িতদের প্রশাসনে রাখা যাবে না : রিজভী
  • প্রকাশিত : ২০১৮-১১-২১
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান, গ্রেফতার ১
নিউজ ডেস্ক:-ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে আকতারুজ্জামান সাগর (২২) নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শরাফত হোসেন মণ্ডলের বাড়ি ঘিরে অভিযান চালায় র‌্যাব। সকাল ৯টায় অভিযান শেষ হয়।
র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব প্রেসব্রিফিংএ বলেন, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় শরাফত মণ্ডলের বাড়িতে জঙ্গি অবস্থান করছে। তারা বাড়িটি ঘেরাও করে। পরে অভিযান চালিয়ে শরাফত হোসেন মণ্ডলের ছেলে আকতারুজ্জামান সাগরকে গ্রেফতার করে।
র‌্যাব কর্মকর্তা বলেন, সাগর নব্য জেএমবির সদস্য। তার কাছ থেকে ১টি ডামি বন্দুক ও জিহাদি বই উদ্ধার করা হয়। তার বাড়িতে অজ্ঞাত পরিচয়ের লোকজনের যাতায়াত ছিল। তাকে র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে সাগরের পিতা শরাফত হোসেন সাংবাদিকদের বলেন, তার ছেলে গ্রামের মাদ্রাসা থেকে হাফেজি পাস করেছে। কয়েক বছর আগে সে মানসিক রোগী ছিল। স্থানীয়ভাবে ও পাবনাতে নিয়ে চিকিৎসা করানো হয়। সুস্থ হলে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। ১৪ দিন আগে সদর উপজেলার বেলেডাঙ্গা গ্রামের শারমিনের সঙ্গে তার বিয়ে দেয়া হয়। সে জঙ্গি কিনা আমি বলতে পারবো না। উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জানুয়ারি কালহাটি গ্রামের হোমিও ডাক্তার ধর্মান্তরিত খ্রিষ্ট্ন খাজা সমির উদ্দিনকে দিন-দুপুরে বেলেখাল বাজারে তার চেম্বারে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ঝিনাইদহে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৫টি জঙ্গি আস্তানায় পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়েছে। অভিযানকালে ২ জঙ্গি নিহত হয়। সে সময় উদ্ধার হয় অস্ত্র, গুলি, বিস্ফোরক ও বোমা তৈরির সারঞ্জাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat