- প্রকাশিত : ২০১৮-১২-০৪
- ৪৩১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বাজার তদারকি, ৯৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ১২ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্ক:–বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, রাজশাহী, বাগেরহাট, ফেনী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, ভোলা, কুমিল্লা, খুলনা, নেত্রকোণা, বান্দরবান, ফরিদপুর, ঝালকাঠি, বরিশাল, সিলেট, গাইবান্ধা, টাঙ্গাইল, বগুড়া, হবিগঞ্জ, নোয়াখালী, শরীয়তপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, পটুয়াখালী, কুষ্টিয়া ও মৌলভীবাজারে গতকাল বাজার তদারকি করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল দলের সাথে প্রধান কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে মজিবর ফ্রুটকে এক হাজার টাকা ও সিরাজ ফ্রুট স্টোরকে এক হাজার টাকাসহ মোট দুই হাজার টাকা এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে পিজ্জা স্কয়ারকে ৮০ হাজার টাকা ও স্কাই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে চাঁদপুর এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, তুহিন সুপার স্টোরকে ১০ হাজার টাকা, মজিবর স্টোরকে ১০ হাজার টাকা ও হক ব্রেড এন্ড ফুড প্লাজাকে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে জনতা ফার্মেসীকে ২০ হাজার টাকা ও আমেরিকান বার্গার ক্যাফেকে ২০ হাজার টাকা, ওজনে কারচুপির অপরাধে আল্লাহর দান মিষ্টির দোকানকে আট হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে কিং চনপেচতিওনের্যকে ২০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ৩২টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, অবহেলা দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার ৪শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং দু’জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
গত ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে ৩৫টি বাজার তদারকি ও দু’টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৯৮টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে দু’জন অভিযোগকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..