×
ব্রেকিং নিউজ :
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-১২-১৮
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্যানেলের বিপুল বিজয়
নিউজ ডেস্ক:–জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির (২০১৯-২০২০) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্যানেলের বিপুল বিজয় হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইফুল আলম ৬২১ ভোট ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর ভোটের ফলাফল ঘোষণা করেন। তিনি  জানান, মঙ্গলবার শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১ হাজার ২১২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন দ্বিতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হলেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাইফুল-ফরিদা প্যানেল ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১৪টি পদে বিজয়ী হয়েছে। বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে বাসসের ওমর ফারুক। তিনি পেয়েছেন ৪৪২ ভোট। সহ-সভাপতি পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের খবরের আজিজুল ইসলাম ভূঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের শাহেদ চৌধুরী (৫৯৯ ভোট) ও দৈনিক ইত্তেফাকের মাইনুল আলম (৫৫৪ ভোট) পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সদস্য পদে নির্বাচিতরা হলেন , দৈনিক আনন্দবাজার পত্রিকার কুদ্দুস আফ্রাদ (৫১৫), দৈনিক ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ চারু (৫০৭), মাছরাঙ্গা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা (৪৮৪), ডেইলি অবজারভারের শাহনাজ বেগম (৪৬২), নিউএজের সানাউল হক (৪৪২), চ্যানেল আইয়ের কল্যাণ সাহা (৪৩৯), সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক (৪২৯), আমার দেশের সৈয়দ আবদাল আহমেদ (৪১৭), বাসসের বখতিয়ার রানা (৪০১) ও হাসান আরেফিন (৩৯১)। প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর জানান, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দু’ বছর মেয়াদের (২০১৯-২০২০ সাল) এ নির্বাচনে এবার ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত শওকত মাহমুদ-ইলিয়াস খান প্যানেলের সভাপতি পদে শওকত মাহমুদ ৪৩১ ভোট ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান ৪০৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী ৪২ ভোট, কোষাধ্যক্ষ পদে কাজী রওনক হোসেন ৪০৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জহিরুল হক রানা ৫৮ ভোট পান।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat