- প্রকাশিত : ২০১৮-১২-১৯
- ৪৩১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
কদমতলী স্টিল মিলের দগ্ধ শ্রমিকদেরকে সাড়ে তিন লাখ টাকা প্রদান
নিউজ ডেস্ক:–বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাজধানীর কদমতলী স্টিল মিলের চুল্লি (ফার্নেস) বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, ঢাকার উপমহাপরিদর্শক মোঃ জাকির হোসেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাত জন শ্রমিকের স্বজনদের হাতে তাৎক্ষণিক অনুদান হিসেবে নগদ ৫০ হাজার করে মোট সাড়ে তিন লাখ টাকা তুলে দেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তাৎক্ষণিক অনুদান প্রাপ্ত সাত জন শ্রমিক হলেন : মোঃ আফসার আলী, আল আমিন, শাহ আলম, লতিফ মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, আজিজ হাওলাদার এবং লাবু মিয়া।
গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে কদমতলী স্টিল মিলস লিমিটেডে লোহা গালা চুল্লিতে (ফার্নেস) বিস্ফোরণে আট জন শ্রমিক দগ্ধ হয়। অগ্নিদগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্র্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে মোঃ আব্দুল মান্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..