- প্রকাশিত : ২০১৮-১২-২০
- ৪৮৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
রথযাত্রা করতে পারবে বিজেপি, চাপে মমতা
আন্তর্জতিক ডেস্ক:-রথযাত্রা মামলায় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী বিজেপির রথযাত্রার অনুমতি দিয়েছেন।
তবে রথযাত্রার আয়োজক বিজেপিকে শর্ত দিয়েছেন আদালত। শর্তে বলা হয়, এক জেলা থেকে অন্য জেলায় রথযাত্রা ঢোকার ১২ ঘণ্টা আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসনকে জানাতে হবে। কোনও ক্ষয়ক্ষতি হলে সমানভাবে দায়ী থাকবে বিজেপি। সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেদিকেও সম্পূর্ণ নজর রাখতে হবে রথযাত্রার আয়োজকদের। রথযাত্রা করতে হবে শান্তিপূর্ণভাবে।
এছাড়া, বিজেপিকে নজর রাখতে হবে যেন যানবাহন চলাচলে কোনও ব্যাঘাত না ঘটে। কোথাও যদি কোনও ব্যক্তির বা সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, তার জন্য দায়ী থাকবে বিজেপি।
এদিকে রাজ্য সরকারকেও নির্দেশনা দিয়েছে আদালত। বলা হয়েছে, রথযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এ জন্য মোতায়েন রাখতে হবে পর্যাপ্ত পুলিশ। অশান্তি হলে আয়োজকদের মতো প্রশাসনকেও দায়িত্ব নিতে হবে।
রাজ্য সরকারের আপত্তি মানতে সহজে রাজি হননি বিচারপতি তপোব্রত চক্রবর্তী। আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, অশান্তি ছড়াতে পারে এই আশঙ্কাতেই বিজেপিকে রথযাত্রার অনুমতি দেয়নি প্রশাসন।
গত রবিবার রাজ্য সরকার বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল, রথযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে বলা হয়, এই যাত্রা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এই যাত্রায় অংশ নিয়ে গোলমাল করতে পারে।
এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। মঙ্গলবার এবং বুধবার শুনানির পর বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানিয়ে দেন, বৃহস্পতিবার মামলার রায় দেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..