- প্রকাশিত : ২০১৮-১২-২৩
- ৩৬৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
শাহরুখের ‘জিরো’ দেখে কী বললেন মালালা ইউসুফজাই?
বিনোদন ডেস্ক:- নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের ভাল লেগেছে জিরো। সামলোচকদের প্রশংসা না পাওয়া, সোশালে ট্রোল সবকিছুর মাঝে এক টুকরো ভাল খবর শাহরুখের জন্য তো বটেই। বেঁটে বউয়া সিংয়ের উচ্চাশা নিয়ে তৈরি ছবি। শুক্রবার তিনি ও তার পরিবার ছবি দেখে অত্যন্ত খুশি। সঙ্গে কিং খানের সঙ্গে দেখা করতে চাওয়ার ইচ্ছেটাও প্রকাশ করেছেন মালালা। একটি ভিডিও মেসেজ সোশাল মিডিয়ায় ঘুরছে যাতে শোনা যাচ্ছে মালালা ও তার পরিবারের পছন্দ হয়েছে আনন্দ এল রাইয়ের এই ছবি।
তিনি বলেছেন, ”হ্যালো শাহরুখ খান, আপনার ছবি দেখা সত্যিই দারুন অভিজ্ঞতা। ছবিটা ভাল লেগেছে আমার পরিবারের”। বছর ৫৩র সুপারস্টারের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছন মালালা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণ দেওয়ার আমন্ত্রনও জানিয়েছেন। তিনি বলেন, ”আমি আপনার ফ্যান এবং টুইটারের চ্যাটটা ভাল ছিল। আশা করি একদিন আপনি অক্সফোর্ডে কিংবা ব্রিটেনে কোথাও আসলে দেখা হবে। আপনার সঙ্গে দেখা হওয়ার দিনটা আমার সেরার তালিকায় থাকবে। আপনাকে অনেকে এটা বলে জানি, তবু বার বার বলব আমি অনবদ্য”।
জিরো ছবিতে কিং খানের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ। অনুষ্কার চরিত্রের নাম আফিয়া ইউসুফজাই ভিন্দার ও ক্যাটরিনা ববিতা কুমারি। মুক্তির প্রথম দিনেই ২০.১৪ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..