- প্রকাশিত : ২০১৮-১২-২৪
- ৪২৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
শ্রীপুরে সারাহ জুট মিলে অগ্নিকান্ড
নিউজ ডেস্ক:– গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারে সাহারা জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কারখানার শেড, ভেতরে থাকা মেশিনপত্র ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান মিয়া জানান, সোমবার ভোরে কারখানায় আগুন লাগে। পরে গুদামে থাকা শুকনো পাট, সূতা ও পাট জাতীয় পণ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ সময় কালো ধোঁয়ায় আশপাশের প্রায় ৫-৭ কিমি এলাকার আকাশ কালো মেঘের মতো ঢেকে গিয়েছিল।
তিনি আরো জানান, আগুন লাগার সংবাদ পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকার ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..