- প্রকাশিত : ২০১৮-১২-২৪
- ৪২৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
দক্ষ নৌকর্মী তৈরি করতে নৌপরিবহন সচিবের নির্দেশ
নিউজ ডেস্ক:–নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে বিভিন্ন প্রতিষ্ঠান হতে নৌপ্রশিক্ষণ গ্রহণ করে অভ্যন্তরীন নৌ সেক্টরের জনবলের চাহিদা পূরণসহ বিভিন্ন বিদেশি জাহাজে আমাদের নৌকর্মীগণ কর্মদক্ষতা প্রদর্শন করছেন। দক্ষ নৌকর্মী তৈরি এবং নৌ সেক্টরকে দুর্ঘটনামুক্ত করে জনবান্ধব করার জন্য ডেক ও ইঞ্জিন পারসোনেল প্রশিক্ষণ কেন্দ্র (ডিইপিটিসি) কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দেন।
নৌসচিব আজ নারায়ণগঞ্জের সোনাকান্দায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র নিয়ন্ত্রণাধীন ডেক ও ইঞ্জিন পারসোনেল প্রশিক্ষণ কেন্দ্র (ডিইপিটিসি) নারায়ণগঞ্জ, মাদারীপুর ও বরিশালের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এ নির্দেশ দেন।
এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কেন্দ্রের ৫৮ জন, মাদারীপুরের ১০ জন এবং বরিশালের ১০ জনসহ মোট ৭৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে ২০১৮ সনের কোর্সের সনদ বিতরণ করা হয়।
সচিব বলেন, সাধারণ শিক্ষা নিয়ে বিএ, এমএ পাস করে আমাদের দেশের যুবকরা অফিস সহায়কসহ নিম্নমানের চাকুরির জন্য প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। অথচ আমাদের সরকারি বেসরকারি প্রতিটি দপ্তরে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবলের অভাব রয়েছে। তিনি বলেন, বর্তমানে নৌ-সেক্টরে বহুল কর্মসংস্থানের সৃষ্টি হলেও দক্ষ জনবল না থাকায় সকল ক্ষেত্রে আমরা এ সুযোগ দিতে পারছি না। নৌ-সেক্টরে চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। দক্ষ জনশক্তির অভাবে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে কর্মী প্রেরণ বাধাগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..