×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০২
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা, জেলার লালমোহন উপজেলায় আজ দুপুর ১টায় ২ হাজার ৪’শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসয়সিক সার ও উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ কৃষকদের হাতে তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে মোট সাড়ে ১০ মেট্রিক টন উন্নত জাতের বীজ এবং ৪৪ দশমিক ৭০ মেট্রিক টন রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির অনুকূলে হাইব্রিড বোরো ধান, গম, ভ’ট্রা, সরিষা, সূর্যমূখী, চীনাবাদাম, মুগডাল, টমেটো, মরিচ ও পেঁয়াজের জন্য এসব বীজ-সার দেয়া হয়েছে। একজন কৃষককে সর্বোচ্চ ২০ কেজি ডিএপি সার ও সর্বনি¤œ ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া বীজের ক্ষেত্রে একজন পেয়েছে সর্বোচ্চ ২০ কেজি ও নি¤েœ আড়াইশ গ্রাম বীজ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সরকার যথাসময়ে সঠিকভাবে কৃষকদের মাঝে সার-বীজ পৌঁছে দিচ্ছে। যার ফলে আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান অনুষ্ঠানে সভাপতিত্ব¡ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোকলেসুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat