×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনার ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আজ সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার ইটনার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে আয়োজিত জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। 
এ সময় আবদুল হামিদ বর্তমান সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়ন, বিশেষ করে হাওর এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরেন। 
তিনি এ উন্নয়নের সুফল যাতে জনগণ ভোগ করতে পারে, সে জন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
রাষ্ট্রপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছিল। 
তিনি বলেন, দেশের প্রতিটি খাতের সংস্কারের পাশাপাশি উন্নয়নে নবদিগন্ত সূচনা করেছিলেন বঙ্গবন্ধু।  
হামিদ বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ৭৫ এর ১৫ই আগস্ট নৃসংশ হত্যাকান্ড না ঘটলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারতো। 
মতবিনিময় সভায় সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। 
এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইটনা উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ড, নির্মাণাধীন বিদ্যুৎ স্টেশন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের সম্প্রসারিত ভবন ও আশ্রয়কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
ইটনা যাওয়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনে পুরাতন কাচারি ঘর পরিদর্শন করেন। তিনি ঘরটি ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat