×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কুইক রেসপন্স টিম চান সিটি মেয়র চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে থেকে শুরু চাঁদপুরের দুই উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগির সংখ্যা বাড়ছে : অর্থ প্রতিমন্ত্রী কারো মদদে বিএনপি চাঙ্গা হয়ে যাবে সে পরিস্থিতি তাদের নেই: ওবায়দুল কাদের ভোলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা সাম্প্রদায়িকতা ও কূপমন্ডুকতা রুখতে দরকার দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ : পররাষ্ট্রমন্ত্রী এলএএনপিএসি’র সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় আজ রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালিত হয়েছে।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের  অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধারা পুস্পস্তবকবক অর্পণ করেন।
এর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ রাঙ্গামাটির বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল গুলো শহীদ মিনারে পুস্পস্তবক  অর্পণ করা হয়।
এ ছাড়া রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিসহ রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্প্য স্তবক  অর্পণ করা হয়।
পরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনাসভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলার সঞ্চালনায় এবং সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, হাজী মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনছুর আলী, রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ।
এ উপলক্ষে  রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে মহান স্বধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনাসহ জেলার ১০উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat