×
  • প্রকাশিত : ২০২২-০৪-০৮
  • ৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টটেনহ্যাম হটস্পার্সের কোচ এন্টনিও কন্টে মনে করেন শুধু মাত্র বর্তমান প্রজন্মের নয়, ফুটবল  স্ট্রাইকারদের ইতিহাসে সর্বকালের সেরাদের আসনে বসার মত যোগ্যতা হ্যারি কেনের মধ্যে রয়েছে। 
২৮ বছর বয়সি এই স্ট্রাইকারের ইংল্যান্ডের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসার জোড়ালো সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, অ্যালান শিয়ারের প্রিমিয়ার লিগ রেকর্ডের চেয়ে মাত্র ৮২ গোল দূরে রয়েছেন ইংলিশ স্ট্রাইকার। 
আগামীকাল শনিবার লিভারপুলের  এ্যাস্টন ভিলা সফরকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কন্টে বলেন,‘ আমার মতে কেন বিশ^ ফুটবলের একটি গুরুত্বপুর্ন অবস্থানে থাকার দাবীদার। বিশ^সেরাদের আসনে প্রতিষ্ঠিত করার মতো বয়সও হ্যারির রয়েছে।’
ইতালীয় ওই কোচ আরো বলেন,‘ আমার মতে ইতোমধ্যে তিনি ইতিহাসে ঢুকে গেছেন। কারণ ক্লাব ও জাতীয় দলের হয়ে ইেেতামধ্যে অনেক  গোল করেছেন তিনি। কেন হচ্ছেন একজন দলনেতা। নিজেকে বিশ^সেরার আসনে প্রতিষ্ঠিত করার মতো সঠিক বয়েসে রয়েছেন তিনি। দলে তিনি ৯ নম্বর জার্সি পড়ে খেললেও মানের দিক থেকে তিনি ১০ নম্বর জার্সির খেলোয়াড়ের মতো।’
এই মুহুর্তে উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালকে গোল ব্যবধানে পেছনে রেখে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার্স। কন্টে বলেন,‘ নিজের দলের বিষয়ে বলতে গেলে, আমি কেনের মান উন্নয়নের চেস্টা করছি। যাতে স্ট্রাইকার হিসেবে, এবং বক্সেও তিনি আরো কর্যকরী হয়ে উঠতে পারেন। 
আমি আবারো বলছি যে, আমরা একজন অসাধারণ খেলোয়াড়ের বিষয়ে কথা বলছি। সুতরাং তার আরো উন্নয়ন করা খুবই কঠিন। কিন্তু আমরা এটি নিয়ে কাজ করার চেস্টা করছি। যাতে করে তাকে সেরা স্ট্রাইকারের আসনে বসিয়ে শীর্ষস্থানে পৌঁছে দেয়া যায়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat