×
ব্রেকিং নিউজ :
স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত ৭ মার্চের আগেই বঙ্গবন্ধু পথনির্দেশ দিয়েছিলেন : গণপূর্তমন্ত্রী আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আগামীকাল বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে : সরকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরোধি যুক্তরাষ্ট্র:মিশরকে ব্লিঙ্কেন গাজা যুদ্ধবিরতি আলোচনায় ‘বল এখন সম্পূর্ণভাবে’ ইসরায়েলের কোর্টে : হামাস জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ফেসবুক পেজের বিরুদ্ধে অপুর থানায় অভিযোগ টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে প্রথমবারের মতো টানা তিন দিন করোনাভাইরাসের নতুন কোনো আক্রান্ত মিলেনি। এর আগে করোনাশূন্য মোট ১০ দিনের মধ্যে ৩ ও ৪ এপ্রিল টানা দুই দিন সংক্রমণবিহীন ছিল।
করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরিতে গতকাল ৩২৮ জনের নমুনা পরীক্ষার জন্য জমা পড়ে। সবগুলো নমুনার নেগেটিভ রেজাল্ট আসায় জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্য ১ লক্ষ ২৬ হাজার ৬৩৪ জন রয়েছে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৯৬ এবং গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক আজকের রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গতকালও সবচেয়ে বেশি ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৫২, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭, বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ১, বেসরকারি পরীক্ষাগার ইম্পেরিয়াল হাসপাতালে ৫৯, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৬, এপিক হেলথ কেয়ারে ৪৩, মেট্রোপলিটন হাসপাতালে ৯, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১২ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫ টি নমুনা পরীক্ষা করা হয়।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো বুথে কারো এন্টিজেন টেস্টের প্রয়োজন পড়েনি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat