×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ মঙ্গলবার নাটোর জেলায় সাড়ম্বরে পালিত হচ্ছে বুস্টার ডোজ দিবস। এক লাখ ১৭ হাজার জনগোষ্ঠীকে টিকাদানের মাধ্যমে সুরক্ষা প্রদানে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নাটোরে ১৪ লাখ ৮৬ হাজার ব্যক্তিকে প্রথম ডোজের কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ১৩ লাখ ৯৬ হাজার ব্যক্তি। এরআগে বুস্টার ডোজ প্রদানের প্রথম ক্যাম্পেইনে দুই লাখ ৮৬ হাজার ব্যক্তি বুস্টার ডোজ গ্রহণ করেন।
জেলায় মোট ২৩৪টি কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা প্রদান করা হচ্ছে। ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে রুটিন টিকা কার্যক্রম চলমান থাকলে সেক্ষেত্রে পরবর্তী দিনে কোভিড-১৯ বুস্টার ডোজ প্রদান করা হবে। তিন কর্মদিবসের মধ্যে এক লাখ ১৭ হাজার জনগোষ্ঠীকে বুস্টার ডোজ গ্রদান করা হবে। তবে প্রথম বা দ্বিতীয় ডোজ গ্রহণ না করা কোন ব্যক্তি কেন্দ্রে আসলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঐ ডোজের টিকা প্রদান করা হবে।
নাটোর সদর উপজেলা স্বাস্থ্য অফিসের টিকাদান কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে আগন্তুকদের টিকা গ্রহণ করতে দেখা যায়। নাটোর সদর উপজেলা ছাতনী এলাকার আবু তালেব ঢাকার ইপিজেডে চাকুরী করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে পরিবারসহ বুস্টার ডোজ গ্রহণ শেষে বলেন, বুস্টার ডোজ নেওয়ায় মানসিক স্বস্তি এসেছে, মনোবল বেড়ে গেছে। এখন আমার পরিবার সুরক্ষিত।
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দায়িত্বে নিয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান সকাল থেকে দুইটি উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে বুস্টার ডোজ প্রদান কার্যক্রম সরেজমিনে মনিটরিং করছেন। বুস্টার ডোজ গ্রহণে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে জানান ডাঃ মাহবুব।
নাটোরের সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন বলেন, বুস্টার ডোজ দিবস সফল করতে স্বাস্থ্য বিভাগ সমন্বিত এবং দলগত পরিকল্পনা প্রণয়ন করে কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের অভীস্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat