×
ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটির রাইখালীতে মহিলা সমাবেশ মনুষ্যত্বের বিকাশ ও মানবপ্রেম ছিল রবীন্দ্রনাথের জীবনবোধের প্রধান পাথেয়: রাষ্ট্রপতি উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী রাশিয়ায় পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ভ্লাদিমির পুতিন রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন কায়রো যাচ্ছে কাতারের প্রতিনিধি দল বায়ার্নকে টপকে যেতে মাদ্রিদকে আরো ভাল খেলতে হবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৬৬০৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিলামে মসজিদের কাঁঠাল বিক্রির সময় দাম হাঁকানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন-হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৮), মৃত আব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম (৪২), আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬)।
জানা যায়, হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে এলাকাবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয়। নিলামে অংশগ্রহণকারী দ্বীন ইসলামের লোকজন দামের কথা শুনা যাচ্ছে না বলে জানান। এ সময় একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী বলেন, সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাওনা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে দ্বীন ইসলামের পক্ষের বাবুল মিয়া ও নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় অপর পক্ষের মো. শাহজাহান মিয়াকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছেন।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে আশ্বাস দিয়েছিলেন, কোনো পক্ষই মারামারি করবে না। আমি চলে আসার পর শুনতে পাই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি কাঁঠাল নিয়ে এমন ঘটনা খুবই দুঃখজনক।
শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat