×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৩৫৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে বার্সেলোনা পরাজয়ের পর জাভি এই ঘোষনা দেন।
এসময় জাভি সাংবাদিকদের বলেন, ‘৩০ জুন আমি এই ক্লাব ছেড়ে চলে যাচ্ছি। ক্লাব সভাপতি ও স্টাফদের সাথে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
চির প্রতিদ্বন্দ্বিী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে এই মুহূর্তে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াই থেকে কার্যত ছিটকে যাবার ইঙ্গিত দিয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। 
জাভি বলেন, ‘বার্সেলোনার কোচ হিসেবে এই মুহূর্তে আমার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। বিষয়টা ভীষন অস্বস্তিকর। প্রায় সব ম্যাচেই মানুষ আমার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। এটা মানসিক স্বাস্থ্যের উপরও দারুন প্রভাব ফেলছে। এ কারনে এখানে আর কাজ চালিয়ে যাবার কোন অর্থ নেই।’
এ সপ্তাহেই এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে কোয়ার্টার ফাইনালে ধরাশায়ী হয়ে কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। জানুয়ারির শুরুতে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিধ্বস্ত হয়েছে। জাভি জানিয়েছেন ক্লাবের ভালর জন্যই তিনি চলে যাবার সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমি ক্লাব ও সকল খেলোয়াড় সম্পর্কে চিন্তা করি। আমার মধ্যে একটি অনুভূতি আছে যে আমি সঠিক কাজটাই করছি। আমার মধ্যে এখনো সবকিছু উপলব্ধি করার সামর্থ্য আছে। আমি মনে করি এই অবস্থা থেকে উত্তরনের জন্য ক্লাবে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’
২০২১ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করা জাভির অধীনে গত মৌসুমে বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ ও লিগ শিরোপা জয় করেছিল। এই শিরোপা জয়ে বিশেষ করে বার্সার রক্ষনভাগ দারুণভাবে প্রশংসিত হয়েছিল। 
যদিও এবার আর রক্ষনভাগকে ততটা শক্তিশালী মনে হচ্ছে না। শনিবার ভিয়ারিয়ালের কাছে তারা পাঁচ গোল হজম করেছে যা ১৯৬৩ সালের পর লা লিগায় ঘরের মাঠে প্রথম। 
জাভি জানিয়েছেন বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হতে পারে তবে তিনি হয়তোবা নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে থেকে যেতে পারেন। ৪৪ বছর বয়সী জাভি এখনো বিশ্বাস করেন বার্সেলোনা এবার এই শিরোপা জিততে পারবে। এ সম্পর্কে তিনি বলেন, ‘অন্যান্য যেকোন সময়ের তুলনায় আমি এবার বেশী আশাবাদী। লা লিগায় অবশ্য এটা কঠিন, কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। আজ আমি ছেলেদের সাথে চলে যাওয়া নিয়ে কোন কথা বলিনি। কারন এমনিতেই তাদের মন খারাপ। কিন্তু আগামীকাল তাদেরকে সিদ্ধান্তের কথা জানাবো। 
১৯৯৮-২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনায় মিডফিল্ডার হিসেবে খেলেছেন জাভি। তিনি বলেন তার এই যাওয়া অনিবার্য ছিল, ‘এটা সব কোচের ক্ষেত্রেই ঘটে থাকে। এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক।’
ভিয়ারিয়ালের সাথে জিতলে এই মুহূর্তে হয়তো বিদায়ের ঘোষনা দিতেন না বলে স্বীকার করেছেন জাভি। তবে একইসাথে জানিয়েছেন বেশ কিছুদিন আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।  এসময় তিনি তার প্রতি আস্থা রাখার জন্য সভাপতি হুয়ান লাপোর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat