×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করবে সিএমপি ও চসিক চাঁদপুরের চরাঞ্চলের নির্বাচনী এলাকায় কোস্টগার্ডের মহড়া জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড নওগাঁর ৩টি উপজেলার নির্বাচন আগামীকাল গাজার দিকে রাফাহ ক্রসিং-এ ‘অপারেশনাল কন্ট্রোল’ নিয়েছে ইসরায়েল বাহিনী মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী বারি পরিদর্শনে চীনের আনহুই একাডেমি প্রতিনিধি দল থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির বর্তমান সরকারের আমলে কোন শিশুই অবহেলিত থাকবে না: ডেপুটি স্পিকার কাল হজ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৩২৪৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কদিন আগেই ঘরে তুলেছেন গ্লোল্ডেন গ্লোব। মনোনয়ন পেয়েছেন আসন্ন অস্কারেও। তবে এর আগেই চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) নিজের করে নিলেন অভিনেত্রী এমা স্টোন। সেরা অভিনেত্রীর মুকুট পরেছেন তিনি।
ইয়োরগাস লান্থিমোস নির্মিত এমার সিনেমা ‘পুওর থিংস’ সেরা অভিনেত্রীসহ ৫টি বিভাগে পুরস্কৃত হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তবে ৭৭তম এই আসরে সবটুকু আলো নিজের করে নিয়েছে ক্রিস্টোফার নোলান নির্মিত সিনেমা ‘ওপেনহাইমার’।
গত বছরের তুমুল আলোচিত ও প্রশংসিত সিনেমাটি ৭টি বিভাগে পুরস্কৃত হয়েছে। এর মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা বিভাগও রয়েছে। এবারের আসরে সবচেয়ে আলোচিত বক্স অফিস সিনেমা নির্বাচিত হয়েছে গ্রেটা গারউইগের ‘বার্বি’। এছাড়াও এবারের আসরে সেরা ব্রিটিশ সিনেমার পুরস্কার ঘরে তুলেছে দ্য জোন অব ইন্টারেস্ট। আর্থ মামা সিনেমার জন্য সাভানা লিফ সেরা পরিচালক ও লেখকের (অভিষেক) পুরস্কার পেয়েছেন। শার্লি, কনোর ও মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার লাভ করেছেন।
সেরা সিনেমা (ইংরেজি নয়) দ্য জোন অব ইন্টারেস্ট, সেরা তথ্যচিত্র ২০ ডেজ ইন মারিওপুল, সেরা অ্যানিমেটেড সিনেমা দ্য বয় অ্যান্ড দ্য হেরন, সেরা চিত্রনাট্য ‘অ্যানাটমি অব আ ফল’, সেরা সহ-অভিনেত্রী ‘দাভাইন জয় রানডলফ’, সেরা সহ-অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, সেরা কাস্টিং দ্য হোল্ডওভার্স, সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার, সেরা এডিটিং ওপেনহাইমার এবং সেরা পোশাকের পুরস্কার জিতেছে পুওর থিংস। অন্যদিকে সেরা অরজিনাল স্ক্রিনপ্লে অ্যানাটমি অব আ ফল, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে আমেরিকান ফিকশন, সেরা ব্রিটিশ শর্ট অ্যানিমেশন ক্র্যাব ডে, সেরা ব্রিটিশ শর্টফিল্ম জেলিফিশ অ্যান্ড লবস্টার ও ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শকের ভোটে) পেয়েছেন মিয়া ম্যাককেনা (ব্রুস)।
ক্যারিয়ারে প্রথমবারের মতো বাফটার মঞ্চে উঠেই নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার বাফটায় উপস্থাপনা করতে দেখা গেছে তাকে। অনুষ্ঠানে তারকা ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শিমারি শাড়িতে ক্যামেরার চোখ নিজের করে নেন এই অভিনেত্রী। শুধু উপস্থাপনাই নয়, লাল গালিচায় হেঁটে নিজের আকাঙ্ক্ষাও পূরণ করেন তিনি। এছাড়াও বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে দ্য জোন অব ইন্টারেস্ট সিনেমার জন্য পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা। উল্লেখ্য, বাফটার এবারের আসরে দীপিকার সঙ্গে উপস্থাপকের ভূমিকায় ছিলেন ডেভিড বেকহ্যাম ও ডুয়া লিপাসহ বেশ কয়েকজন তারকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat