×
ব্রেকিং নিউজ :
শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ সাময়িকভাবে খুলছে ১১ অক্টোবর শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রংপুরে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর দুর্গাপূজাকে উৎসবমুখর করতে মণ্ডপে থাকবে বিএনপি নেতা-কর্মীরা: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মোট যানবাহনের প্রকৃত অবস্থা নিরূপণের সিদ্ধান্ত সরকারের আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারে পূর্ণাঙ্গ কমিশন গঠন উপাচার্য ও প্রো-উপাচার্য নিয়োগের বিষয়ে বক্তব্যের ব্যাখ্যা শিক্ষা উপদেষ্টার বাংলাদেশ হতে সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের সম্মতি সৌদি সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জয়নুল আবদিন ফারুকের সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৩৫৪৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী বাংলাদেশ। ২৮০ রানের বড় ব্যবধানে হারের পরও চেন্নাই টেস্ট থেকে ইতিবাচক কিছু দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রান বিবেচনায় ভারতের কাছে বড় হারের পর শান্ত জানান, দুই ইনিংসেই পেসাররা ভালো করেছে। বিশেষভাবে নতুন বলে হাসান-তাসকিনরা দারুন পারফরমেন্স করেছে। রান বিবেচনায় ভারতকে কাছে এটি বড় হার বাংলাদেশের। 
টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নতুন বল হাতে নিয়ে বিশ^সেরা ভারতের টপ-অর্ডারকে কাপিয়ে দেন তরুন সেনসেশন হাসান মাহমুদ। ৩৪ রানে ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে সাজঘওে পাঠান হাসান। 
পরবর্তীতে হাসানের সাথে উইকেট শিকারে মাতেন আরেক পেসার নাহিদ রানা ও স্পিনার মেহেদি হাসান মিরাজ। তাতে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত। কিন্তু সেখান থেকেই বাংলাদেশকে লড়াই থেকে ছিটকে দেন রবীচন্দ্রন অশি^ন ও রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি গড়েন তারা। প্রথম ইনিংসে ভারত পায় ৩৭৬ রান। 
জবাবে ব্যাটারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে আবারো ব্যাটিংয়ে নামে ভারত। ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষনা করে তারা। ম্যাচ জয়ের জন্য ৫১৫ রানের টার্গেটে চতুর্থ দিনের প্রথম সেশনে ২৩৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। 
প্রথম টেস্টে লড়াই করতে না পারলেও, এ ম্যাচ থেকে বোলারদের পারফরমেন্সে খুশি হয়েছে শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘ইতিবাচক দিক হলো প্রথম দুই-তিন ঘণ্টা তাসকিন-হাসান দারুর বল করেছে। যদিও ভারতও খুব ভালো ব্যাট করেছে। পেস বোলিংয়ে আমাদের যে বিকল্প আছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক।  আমরা খুব ভালো বল করেছি নতুন বলে। আমাদের এটা অব্যাহত রাখতে হবে।’
দুই ইনিংস মিলিয়ে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বলে ৮২ রানের ইনিংসে হারের ব্যবধান কমিয়েছেন তিনি। নিজের ইনিংস নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজ যতক্ষণ পেরেছি ব্যাট করার চেষ্টা করেছি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলতে পেরেছি।’
আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। ঐ টেস্টে ব্যাটাররা ভালো করবে বলে বিশ^াস করেন শান্ত, ‘কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। এবার বোলাররা ভালো করেছে, আশা করছি ব্যাটাররাও ভালো করবে।’
প্রথম ইনিংসে ব্যাট হাতে ১১৩ ও দ্বিতীয় ইনিংসে বল হাতে ৮৮ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভারতের অশি^ন। ম্যাচ শেষে অশি^নের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক রোহিত। তিনি বলেন, ‘বছরের পর বছর আমাদের জন্য অবদান রেখে যাচ্ছেন অশ্বিন। আমি ঠিক জানি না এখানে যা বলবো তাতে দলে তার অবদানের সবটুকু প্রকাশ পাবে কি না।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat