×
ব্রেকিং নিউজ :
শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ সাময়িকভাবে খুলছে ১১ অক্টোবর শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রংপুরে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর দুর্গাপূজাকে উৎসবমুখর করতে মণ্ডপে থাকবে বিএনপি নেতা-কর্মীরা: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মোট যানবাহনের প্রকৃত অবস্থা নিরূপণের সিদ্ধান্ত সরকারের আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারে পূর্ণাঙ্গ কমিশন গঠন উপাচার্য ও প্রো-উপাচার্য নিয়োগের বিষয়ে বক্তব্যের ব্যাখ্যা শিক্ষা উপদেষ্টার বাংলাদেশ হতে সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের সম্মতি সৌদি সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জয়নুল আবদিন ফারুকের সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ৩৪৫৩৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে মঙ্গলবার ভোরে ‘ডাকাতের ছুরিকাঘাতে’ নিহত বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের (২৩) পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। 
মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মি অফিসারদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুর পৌণে ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা এলাকায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে পৌঁছায়। 
প্রতিনিধি দলের সদস্যরা ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা, মা ও বোনসহ পরিবারের অন্যান্য সদস্যের সাথে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি সান্তনা দেন।
এরপর তারা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের কবর জিয়ারত এবং সেখানে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 
এছাড়াও, প্রতিনিধি দলের সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।  
মোনাজাত শেষে প্রতিনিধি দলের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত সাংবাদিকদের বলেন, তানজিম হত্যায় জড়িতদের ধরতে সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে। 
তিনি বলেন, ক্রিমিনালদের ধরার পর তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার  নিশ্চিত করা হবে।  এই পরিস্থিতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দেশে এখনো অনেক অরাজকতা বিরাজ করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। ডাকাত কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে এবং পার্টি পলিটিক্স পেছনে রেখে একসাথে কাজ করতে হবে।
এ সময় মেজর জেনারেল (অব.) আকবর উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে কয়েক দিনের জন্য যুক্তরাষ্টে গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সাথে তার বৈঠক হয়েছে। 
তিনি বলেন,‘এটা আমাদের গর্বের বিষয়। আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা এনেছে, কোনমতেই সেই অর্জনকে বিফল হতে দেওয়া যাবে না। এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশে যাতে কোন সময়ে ফ্যাসিবাদি সরকার না হতে পারে আমাদের সেই চেষ্টা করতে হবে। 
তিনি আরো বলেন, আমরা যদি ইলেকশন কমিশনকে স্বাধীন ও ট্রান্সপারেন্ট করতে পারি, তাহলে দেশে আর কোন ফ্যাসিস্ট সরকার জন্ম নিবে না। এই দুটি ইনস্টিটিউশন ঠিক করতে পারলে বাংলাদেশ ঠিক থাকবে এবং ক্রমাগত অগ্রসর হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশকে উন্নত করতে পারবো।’
‘তানজিম নামটা বাংলাদেশের ইতিহাসে ও সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্জন ইউনিফর্ম পরে অপারেশন করতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে মারা গেছেন। এটা একটা খুবই দু:খজনক।’ 
সাত সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) সিদ্দিক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল রশিদ, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) সাঈদ, অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক ও মেজর (অব.) মান্নান।  টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা বিএনপি  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat