বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাটোরের তিন শহীদের পরিবারকে বিএনপি’র পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
আজ রোববার বিকেল পাঁচটায় জেলার সিংড়া উপজেলায় সোয়াইড় ফুটবল মাঠে অনুদানের চেক হস্তান্তর করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সিংড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রোকন ও সদস্য সচিব প্রকৌশলী আশরাফউদ্দিন বকুল, বিএনপি’র মিডিয়া সেলের সদস্য এডভোকেট ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও সদস্য সচিব রহিম নেওয়াজ, শহীদ হৃদয় আহমেদ-এর বাবা রাজু আহমেদ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন করে ঢাকায় নিহত নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা শহীদ সোহেল রানা, শহীদ হৃদয় আহমেদ এবং শহীদ রমজান আলী’র বাবা-মায়ের হাতে একলাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।