উরুর ইনজুরির কারনে একটি ম্যাচে খেলতে না পারা কিলিয়ান এমবাপ্পেকে দলে রেখেই লিলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড ঘোষনা করেছে রিয়াল মাদ্রিদ।
আসন্ন আন্তর্জাতিক বিরতি পর্যন্ত ফরাসি এই ফরোয়ার্ডের বিশ্রামে থাকার কথা ছিল। কিন্তু কিছুটা আগেভাগেই সুস্থ হয়ে ওঠায় আগামীকালকের ম্যাচের দলে এমবাপ্পেকে রাখা হয়েছে।
গত মঙ্গলবার লা লিগায় আলাভেসের বিপক্ষে জয়ী ম্যাচে এমবাপ্পে ইনজুরিতে পড়েন। যে কারনে রোববার এ্যাথলেটিকোর বিরুদ্ধে মাদ্রিদ ডার্বিতে তিনি অনুপস্থিত ছিলেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ফরাসি লিগ ওয়ান ক্লাব লিলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে এমবাপ্পেকে দলে রেখেছেন। লস ব্ল্যাঙ্কোস গোলরক্ষক থিবো কুর্তোয়াকে যদিও এই দলে রাখা হয়নি। এ্যাথলেটিকোর বিপক্ষে কোমেরর পেশীর ইনজুরিতে পড়েছেন কুর্তোয়া।