×
ব্রেকিং নিউজ :
জুন নাগাদ উন্নয়ন সহযোগীদের থেকে ৬ শ’ কোটি ডলার প্রত্যাশা : সালেহউদ্দিন বিজেপি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : রুহুল কবির রিজভী পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে ইইউ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জিআইজেড প্রতিনিধি দলের সাক্ষাৎ সাবেক মন্ত্রী তাজুলের বিরুদ্ধে ভুমি জবরদখলের অভিযোগ মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য স্মরণসভা ফুটবলারদের ভোটে বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় রোনাল্ডো, মেসি 'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা জাতীয় চিন্তার ক্ষেত্রে ভেঙে পড়া সেতুগুলো মেরামত করতে হবে: সংস্কৃতি উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ৩৪৪৫৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা  উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক স্কুলে লেখাপড়া সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে কিনা সেটি দেখার জন্য শিগগিরই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 'মনিটরিং সেল' গঠন করা হবে।

উপদেষ্টা আজ সুনামগঞ্জস্থ পিটিআইতে 'আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক স্কুলে সার্ভার দেয়া আছে। প্রয়োজনে শিক্ষকরা অনলাইনে কানেক্ট থাকতে পারেন। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যে সকল শিক্ষকরা ভালো করবে তাদেরকে পুরস্কৃত এবং যারা খারাপ করবে তাদেরকে তিরস্কার করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে বিষয়টিও খেয়াল রাখতে হবে-এ কথা উল্লেখ করে তিনি বলেন,  প্রাথমিকে শিক্ষার্থী কমে যাচ্ছে। সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা  কেন ঝরে পড়ে সে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, মানুষের পারসেপশন হলো সরকারি প্রাথমিক স্কুলে পড়ালেখা হয় না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জন ছাত্রের জন্য একজন শিক্ষক। এটি একটি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে; যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার উপযোগী।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পঞ্চম শ্রেণী পাশ করে একজন শিক্ষার্থী যেন বাংলা ভালোমতো বুঝে পড়তে পারে, লিখতে পারে, অংক, যোগ-বিয়োগ, গুণ-ভাগ ভালো মতো করতে পারে। সেই লক্ষ্যে শিক্ষকগণ সচেতন থাকবেন। 

তিনি বলেন, সকল উপজেলায় 'শিক্ষা ভবন' করার পরিকল্পনা আছে যেখানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর থাকবে। প্রশিক্ষণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল, পিটিআই'র সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত উপস্থিত ছিলেন।

উপদেষ্টা  সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

তিনি পরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

তিনি সুনামগঞ্জের উন্নয়নে সংশ্লিষ্ট সকলে বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা কামনা  করে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

পরে তিনি সুনামগঞ্জ সদরের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আহম্মদাবাদ ইচ্ছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat