×
ব্রেকিং নিউজ :
জুন নাগাদ উন্নয়ন সহযোগীদের থেকে ৬ শ’ কোটি ডলার প্রত্যাশা : সালেহউদ্দিন বিজেপি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : রুহুল কবির রিজভী পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে ইইউ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জিআইজেড প্রতিনিধি দলের সাক্ষাৎ সাবেক মন্ত্রী তাজুলের বিরুদ্ধে ভুমি জবরদখলের অভিযোগ মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য স্মরণসভা ফুটবলারদের ভোটে বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় রোনাল্ডো, মেসি 'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা জাতীয় চিন্তার ক্ষেত্রে ভেঙে পড়া সেতুগুলো মেরামত করতে হবে: সংস্কৃতি উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৪৩৪৩৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একই দিন রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহি একটি বাস উল্টে গেলে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়।

শুক্রবার সকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলো এলাকায় একটি পর্যটকবাহী বাস (চট্টমেট্রো ব- ১৫-৫০০৬) ও যাত্রিবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

তিনি জানান,  নিহত কলেজ ছাত্রীর নাম পাইমে মারমা। সে বান্দরবান জেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। নিহত পাইমে রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের স্টাডি সেন্টারের ছাত্রী। এই ঘটনায় আহত অপর তিন যাত্রী ও চালককে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। 

এদিকে আজ সকালে রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহি একটি বাস রাঙ্গামাটি রাজবন বিহারে আসার সময় মানিকছড়ি শালবাগান এলাকায়  উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে।   

এদের মধ্যে গুরুতর আহত ২ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাঙ্গামাটি হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর  জানান, দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat