×
ব্রেকিং নিউজ :
জুন নাগাদ উন্নয়ন সহযোগীদের থেকে ৬ শ’ কোটি ডলার প্রত্যাশা : সালেহউদ্দিন বিজেপি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : রুহুল কবির রিজভী পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে ইইউ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জিআইজেড প্রতিনিধি দলের সাক্ষাৎ সাবেক মন্ত্রী তাজুলের বিরুদ্ধে ভুমি জবরদখলের অভিযোগ মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য স্মরণসভা ফুটবলারদের ভোটে বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় রোনাল্ডো, মেসি 'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা জাতীয় চিন্তার ক্ষেত্রে ভেঙে পড়া সেতুগুলো মেরামত করতে হবে: সংস্কৃতি উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে আগামীকাল শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে তিনি রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময়, লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাত করার কথা রয়েছে। বিএনপি’র মিডিয়া সেল সূত্রে এ কথা জানা গেছে।

শিক্ষার্থী-জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন জানিয়েছে এবং এ সরকারের প্রতি দলটি এখনো আস্থা ও বিশ্বাস রেখে সমর্থন অটুট রেখেছে। একই সাথে সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে। তবে, অন্তর্বর্তী সরকারের ৩ মাস ১০ দিন অর্থাৎ ১০০ দিন পার হলেও জাতীয় নির্বাচন সংক্রান্ত কোনো রোডম্যাপ এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। এ নিয়ে বিএনপি’র ভেতরে এক ধরনের অস্থিরতার পাশাপাশি নানা আলোচনা রয়েছে। কারণ, বিএনপি মনে করে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাই, এ দলটি শুধু নির্বাচন ব্যবস্থা-সম্পর্কিত সংস্কার সম্পন্ন করেই দ্রুত ভোটের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি  চাইছে।

বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যেই মাঠে-ময়দানে নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখছেন। দলগতভাবে ভেতরে-ভেতরে তাদের প্রস্তুতিও চলছে। একই সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট বিএনপির সঙ্গে ছিল, সেসব মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চাচ্ছে দলটি। এ ছাড়া জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলোর নির্বাচনকালীন অবস্থান কী হয় ? সে বিষয়েও দলের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে দলের মহসচিব হিসেবে মির্জা ফখরুলের লন্ডন সফর খুবই গুরুত্ববহ। বিএনপি সূত্রে জানা গেছে, এই সফরে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দেখা হবে।

মিডিয়া সেল’র একটি সূত্র জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর দলের মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তাঁর লন্ডন যাওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। সেখান থেকে পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat