×
ব্রেকিং নিউজ :
জুন নাগাদ উন্নয়ন সহযোগীদের থেকে ৬ শ’ কোটি ডলার প্রত্যাশা : সালেহউদ্দিন বিজেপি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : রুহুল কবির রিজভী পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে ইইউ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জিআইজেড প্রতিনিধি দলের সাক্ষাৎ সাবেক মন্ত্রী তাজুলের বিরুদ্ধে ভুমি জবরদখলের অভিযোগ মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য স্মরণসভা ফুটবলারদের ভোটে বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় রোনাল্ডো, মেসি 'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা জাতীয় চিন্তার ক্ষেত্রে ভেঙে পড়া সেতুগুলো মেরামত করতে হবে: সংস্কৃতি উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জুলাই বিপ্লবে চট্টগ্রাম মহানগরের প্রতিটি শহিদ পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার  ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম  সিটি করপোরেশনের চসিক : মেয়র ডা. শাহাদাত হোসেন।  তিনি বলেন, চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিমের নামে একটি পার্ক করার ঘোষণা আমি ইতোমধ্যেই দিয়েছি। 

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই চট্টগ্রাম শহর শুধু আমার একার নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পরিছন্ন একটি গ্রীন, ক্লিন ও হেলদি সিটি চট্টগ্রামবাসিকে উপহার দিতে চাই। 

আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউরি মোড়ে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি (রেজিঃ নং-২২১৩) আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।  

চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে। তবে এখানে তাদের সাঙ্গপাঙ্গরা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যত বেআইনি অস্ত্র আছে সব উদ্ধার করতে হবে। আর যত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। চট্টগ্রাম একটি সুন্দর ও পরিছন্ন নগরীর পাশাপাশি একটি নিরাপদ শহরে পরিণত হবে, ইনশাআল্লাহ। 

শ্রমিকদের দাবির কথা উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত বলেন, দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকরা মারা গেলে যে জায়গায় নির্মাণ শ্রমিকরা কাজ করছে, তাদের পারিবারিক সহযোগিতার জন্য আমরা সহায়ক হিসেবে কাজ করবো। মালিক পক্ষের কাছ থেকে নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতায়  ব্যবস্থা নেবে সিটি করপোরেশন। একজন শ্রমিকও যেন কোনো ধরণের নির্যাতন, হয়রানি এবং জুলুমের শিকার না হয় এ দায়িত্ব আমাদের। 

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি নেতা আবুল হাশেম বক্কর বলেন, নির্মাণ কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। এ শিল্পের সঙ্গে লাখ লাখ নির্মাণ শ্রমিক জড়িত। নির্মাণ শ্রমিকরা নিরাপত্তাহীনতার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। অথচ শ্রমিকদের দেখভালের দায়িত্ব সংশ্লিষ্টরা দায়িত্ব পালনে অবহেলা করছেন। অন্যদিকে কর্মস্থলে অতি মুনাফালোভী মালিকরা নিরাপত্তা বেষ্টনী ব্যবহার না করে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। তিনি নির্মাণ শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন। 

এ ছাড়া আরো বক্তব্য রাখেন, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাাদক হাজী আবু ফয়েজ, জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মহসিন চৌধুরী, দিদারুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা মো. হাসান, মো. দিদার, শহীদ উল্লাহ, আনোয়ার হোসেন,  মো. জুয়েল, মো. জহির, খলিল খান, মো. জাকের, বেলাল হোসেন, দেলোয়ার হোসেন, বেলাল মেম্বার, মো. জাফর, মো. আলমগীর, মো. ইমরান, মো. মাসুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat