×
ব্রেকিং নিউজ :
সংবাদ সম্মেলনে এনসিপি: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে স্বল্পোন্নত দেশ থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : বাণিজ্য উপদেষ্টা বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে : মির্জা ফখরুল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা ২০২৪ সালে অভিবাসন পথে রেকর্ড ৮ হাজার ৯৩৮ জনের মৃত্যু: জাতিসংঘ বেইজিং ঘোষণা বাস্তবায়ন করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাদাইতওয়া গাজায় নির্মম হত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান বিএনপি’র
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৬৫৪৫৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আজ বিএসএমএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন  বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় একথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে বিএসএমএমইউ’র শহিদ ডা. মিল্টন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপ-উপাচার্য বলেন, স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন বিষয়ক কর্মশালা কী ধরণের শিক্ষা প্রদান করা হচ্ছে তার মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মশালা উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমকে আরও উন্নত, বেগবান ও প্রসারিত করবে।

তিনি আরও বলেন, এই কর্মশালা দেশের রোগীদের সর্বাধুনিক মানের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে এবং  গুণগত বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম সম্প্রসারণে বিরাট অবদান রাখবে।

লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে আইকিউএসি কর্তৃক গৃহিত সকল শিক্ষা কার্যক্রমের সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।     

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ  ও ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার। টেকনিক্যাল সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।

এছাড়াও অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহেমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. অধ্যাপক মোহাম্মদ সফি উদ্দিন, প্রিভিনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. কেএম দিদারুল ইসলাম, অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমীন, অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat