×
ব্রেকিং নিউজ :
এলএএনপিএসি’র সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ গণপূর্ত মন্ত্রণালয়ের স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহযোগিতা করতে চায় ফ্রান্স : প্রতিমন্ত্রী পলক দক্ষ নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবে মন্ত্রণালয় : শফিকুর রহমান চৌধুরী কুতুবদিয়ায় পৌঁছাল এমভি আবদুল্লাহ বাংলাদেশে বজ্রপাত নিরোধ যন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স প্রযুক্তি নির্ভর বাংলাদেশ তৈরিতে প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে : নসরুল হামিদ জাতির পিতার সমাধিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর শ্রদ্ধা সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী মৃত্যুদন্ডাদেশ চূড়ান্তের আগে বন্দীকে কনডেম সেলে রাখা যাবে না : হাইকোর্ট রায়
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে:আপিল বিভাগ
নিজস্ব প্রতিনিধি:- যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।আজ মঙ্গলবার গাজীপুরের একটি হত্যা মামলার শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই মন্তব্য করেন। বেঞ্চের অপর তিনজন হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।এ বিষয়ে ওই হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান,  দণ্ড বিধি অনুযায়ী , যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছর কারাগারে থাকতে হবে। কিন্তু আজ প্রধান বিচারপতি বলেছেন, যাবজ্জীবন মানে, ‘ন্যাচারাল লাইফ ডেথ’ । পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে জানা যাবে।মাহবুব হোসেন আরো জানান, মামলার শুনানিকালে আসামিদের মৃত্যুদণ্ড  কমিয়ে যাবজ্জীবন  করতে আবেদন করলে  আদালত বলেন,  ‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড’।এ বিষয়ে আইনি যুক্তি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হত্যা মামলার শুনানিকালে আদালত এই মন্তব্য করেছেন। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। মামলার বিবরণ থেকে জানা যায়,  ২০০১ সালে গাজীপুরে জামান নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা সিরাজুল ইসলাম  বাদী হয়ে গাজীপুর মডেল থানায় একটি হত্যা মামলা  করেন। পরে গাজীপুর বিচারিক আদালত  ২০০৩ সালে তিনজনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আনোয়ার হোসেন ও আতাউর রহমান আপিল করেন। পরে হাইকোর্ট তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন।হাইকোটের এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে আজ শুনানি শেষে রায়ের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat