×
ব্রেকিং নিউজ :
ক্রেতারা প্লট বা ফ্ল্যাট কিনে যেন হয়রানির শিকার না হয় : রিহ্যাবকে রাষ্ট্রপতি দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় আগামীকাল ভোটগ্রহণ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করলো জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০১৮-০৬-৩০
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঘিনীদের এবার সিরিজ জয়
স্পোর্ট ডেস্ক:- এশিয়া কাপ জিতে মেয়েদের নিয়ে উচ্ছ্বাসের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই যুক্ত হলো আরেকটি সাফল্য। প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেল বাঘিনীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জিতেছে। এর ফলে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল তারা।
ডাবলিনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১২৪ রানের মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশ। পরে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেয়েরা। বাংলাদেশের পক্ষে শামিমা করেছেন হাফসেঞ্চুরি। এখনও পর্যন্ত নারী ক্রিকেটে হওয়া তিন হাফসেঞ্চুরির দুটিই গেল শামিমার খাতায়।
লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা যেমন দুর্দান্ত হয়েছিল, শেষটা অবশ্য তেমন হয়নি। শেষ দিকে এসে কিছুটা চাপ তৈরি হয়েছিল। ৩৯ বলে বাংলাদেশের যখন ২৯ রান পয়োজন ছিল তখনও হাতে ছিল ৯ উইকেট। এ সময় হঠাৎই বড় শট খেলতে গিয়ে দুই ব্যাটার সাজঘরে ফেরেন। তাই পরবর্তী ব্যাটারদের উপর কিছুটা হলেও চাপ তৈরি হয়। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রানের। প্রথম বলেই দুর্দান্ত এক ছক্কায় দলকে জিতিয়ে দেন সানজিদা ইসলাম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের মেয়েরা। ১৩ রানের মধ্যেই জাহানার তুলে নেন ক্লেয়ার শিলিংটন ও গ্যাবি লুইসের উইকেট। তবে অধিনায়ক লরা ডেলানিকে নিয়ে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ান ওপেনার সিসিরিয়া জয়েস। তৃতীয় উইকেটে তারা করেন ৬৩ রান। রুমানার বলে ২০ রান করে ফিরে যান ডেলানি। এরপরই নাহিদা আক্তার জোড়া আঘাত হানেন।
যে কারণে চাপ থেকে আর বেরোতে পারেনি আইরিশরা। একপ্রান্ত আগলে রাখা সিসিলিয়া শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রান করে আউট হলেও দলকে মোটামুটি স্কোর এনে দিতে সক্ষম হন। তবে সেই স্কোর নিয়ে দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি আইরিশরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat