×
ব্রেকিং নিউজ :
প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৭
  • ৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা উন্নত দেশের স্বপ্ন দেখতে পারছি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা উন্নত দেশের স্বপ্ন দেখতে পারছি। শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ সর্বস্তরে আমরা যে অগ্রগতি অর্জন করেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, তা সম্ভব হয়েছে কেবল বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই। আর এ স্বপ্নের মূল কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।মন্ত্রী আজ বিকালে রাজধানীর শ্যামলীতে ২৬০ শয্যাবিশিষ্ট সম্প্রসারিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।আসাদুজ্জামান নূর বলেন, বিগত দশ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অভূতপূর্র্ব উন্নয়ন সাধন করেছে। এ উন্নয়নের পেছনে বেসরকারি খাতের অবদান অনস্বীকার্য। মন্ত্রী বলেন, একটি দেশ তখনই উন্নয়নের পথে এগিয়ে যায়, যখন সরকারি ও বেসরকারি খাত হাতে হাত মিলিয়ে কাজ করে। তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা ও চিকিৎসার মান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শুধু শয্যা সংখ্যাতেই নয়, মানের দিক থেকেও এগিয়ে যাবে এবং চিকিৎসা সেবায় একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ কবির। আরো বক্তব্য রাখেন বর্ধিত (সম্প্রসারিত) ভবন উদ্বোধন অনুষ্ঠানের আহ্বাযক ডা. কাজী নওশাদুন নবী এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হাসপাতালটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat