- প্রকাশিত : ২০১৮-০৫-০৩
- ১১৩২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :- গত ৩০ এপ্রিল অভিষেক বচ্চন তার নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে বাবার সঙ্গে পাউট করে একটি ছবি পোস্ট করেন। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ছবিটি। ২৪ ঘণ্টার মধ্যে ল ৩১১ হাজারের উপর মানুষ লাইক দিয়েছেন ছবিটিতে। বিগ বির ক্যারিশমা আবারও ম্যাজিক করল। প্রমাণ করলেন, তিনি সত্যি ভবিষ্যতের ‘১০২ নট আউট’।
এর আগেও রুপালি পর্দাতে বাপ-বেটা একসঙ্গে নেচেছেন করেছেন। ‘বান্টি অউর বাবলি’(২০০৫)-তেই তার প্রমাণ মেলে। ‘কাজরা রে’ আইটেম গানটিতে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন বচ্চন সাহেব।
গানটির ভিডিওতে ছেলের থেকে বাবাকেই জমকালো লেগেছিল বেশি। সে প্রায় ১৩ বছর আগের কথা। কিন্তু ১৩ বছর পরেও অমিতাভের এনার্জি-লেভেল এতটুকু কমেনি।
সোশ্যাল মিডিয়ার কুল ট্রেন্ড ফলো করে অভিষেকের সঙ্গে পাউট করলেন তিনি এবং তাকে ছবিতে কোনও দিক থেকেই বেমানান লাগছে না। অমিতাভ যেন প্রতিদিনই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু করে যৌবন ফিরে পাচ্ছেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..