- প্রকাশিত : ২০১৭-০১-১৮
- ৮৩১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠনে একমত ফাতাহ ও হামাস
আর্ন্তজাতিক ডেস্ক:
জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ব্যাপারে দুই ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ ও হামাস একমত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে তিন দিনের আলোচনার পর প্রতিদ্বন্দ্বি দুই গ্রুপ এই সমঝোতায় উপনীত হয়।
গ্রুপ দুটি এখন নতুন জাতীয় পরিষদ গঠন করবে। এই পরিষদে প্রবাসী ফিলিস্তিনিদেরও অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন আয়োজনের দায়িত্বও তাদের।
ফিলিস্তিনি কর্তৃপক্ষে প্রাধান্য বিস্তারকারী ফাতাহর সিনিয়র নেতা আজ্জাম আল আহমদ বলেন, আজকের অবস্থা আগের চেয়ে ভালো।
চুক্তিতে ইসলামি জিহাদকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রুপটি দীর্ঘ দিন আলোচনায় ছিল না।
২০০৭ সাল থেকে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস এবং হামাসের মধ্যে তীব্র বিরোধ চলছিল। এর আগে ২০০৬ সালে ফিলিস্তিনি নির্বাচনে হামাস বিপুলভাবে জয়ী হয়।
গত বছর অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নির্ধারিত মিউনিসিপ্যাল নির্বাচন স্থগিত করা হয়েছিল।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..