- প্রকাশিত : ২০১৭-০১-১৯
- ৭৭০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
তেজকুনিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার:
রাজধানীর তেজকুনিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে আবদুল আজিজ (১৮) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুই জন। বুধবার বিকেলে খেলাঘর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তিনি তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপের কর্মী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বুধবার সকালে আজিজের বন্ধু মাফিজুর তাদের প্রতিপক্ষের একটি ছেলেকে চাকু দিয়ে ভয় দেখান। এরপর বেলা আড়াইটার দিকে সাইমুন, জুয়েল ও মনিরসহ ৪/৫ জন কিশোর তেজকুনিপাড়া এলাকায় গেলে আজিজ হাতে থাকা চাকু দিয়ে সাইমুনকে আঘাত করতে যান। সাইমুন সেই চাকু ফিরিয়ে নিজের হাতে থাকা চাকু দিয়ে আজিজের মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা এখনো কাউকে গ্রেফতার করিনি। অভিযান চালিয়ে খুব দ্রুত গ্রেফতার করব। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..