×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম উল্লাপাড়ায় ইয়াবাসহ আটক ১
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে তিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের নাফিস আবাসিক হোটেলে পতিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্রেনজন চাম্বুগং এ আদেশ প্রদান করেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় নাফিস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে আটক করে পুলিশ।

সাজার আদেশ প্রাপ্তরা হলেন, শহরের রেলওয়ে কলোনী মহল্লার আবু বক্কার সিদ্দিকীর স্ত্রী রোজিনা খাতুন (৩০), দত্তবাড়ী মহল্লার মঞ্জুর হোসেনের স্ত্রী পারভীন খাতুন (২৪), সদর উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে রাশিদা খাতুন (৩৪), কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আলো খাতুন (৩০), সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামের মৃত আব্দুল মজিদ সেখের মেয়ে কাজল রেখা (২৬), রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী গ্রামের কাওছারের স্ত্রী ফরিদা খাতুন (৩৫) একই উপজেলার নিমগাছী এলাকার আবুল হোসেনের স্ত্রী রত্না খাতুন (২০), ও টাঙ্গাইল সদর উপজেলার আকলিমা খাতুন (৩০)।

সিরাজগঞ্জ সদর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের নাফিস হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নাফিস হোটেলে অভিযান চালিয়ে ওই ৮জন পতিতাকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের ১৫ দিনের সাজা দেন। হোটেলটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat