- প্রকাশিত : ২০১৭-০১-২০
- ৭৯১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
অধিনায়ক মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। তবে অধিনায়কত্বের শুরুটা ভালো করতে পারেননি তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হয়ে গেছেন এই ওপেনার।
লেগ সাইডে রাখা টিম সাউদির বাউন্সার ঘুরিয়ে দিতে চেয়েছিলেন তামিম। তবে বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক ব্র্যাডলি ওয়াটলিংয়ের হাতে। ফলে শুরুতেই চাপে পড়ে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। ৭ রান নিয়ে ব্যাটিং করছেন সৌম্য সরকার। আর নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ১১ রানে।
এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রথম টেস্টে ইনজুরিতে পড়ায় এদিন খেলতে পারছেন না মুশফিক, ইমরুল কায়েস ও মুমিনুল হক।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..