- প্রকাশিত : ২০১৭-০১-৩১
- ৭০৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
প্রস্তাবিত ১২৫ জনের মধ্যে ২০ জনের তালিকা করল সার্চ কমিটি
নিজস্ব প্রতিনিধি: - ২৭টি রাজনৈতিক দলের প্রস্তাবিত ১২৫ জনের নামের মধ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
বিকাল ৪টা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়। সার্চ কমিটির ৬ জন সদস্যসহ বৈঠকে অংশ নেন মন্ত্রীপরিষদ সচিব। দুপুরের পরপরই সুপ্রিম কোর্ট এলাকায় যান সার্চ কমিটির সদস্যরা।
আগামীকাল সকাল ১১টায় আরো ৫ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের কথা রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..