মানবাদিকার ডেস্ক:– সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ববিতা আক্তার, সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন, হায়দার হোসেন, সৈয়দ আবদুল হাদী ও আইয়ুব বাচ্চু। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এসব শিশুদের সহায়তার বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সহযোগিতায় ডিস্ট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই) আয়োজিত শিশু অধিকার সচেতনতা ও ফান্ড সংগ্রহে বিশেষ কনসার্টে অংশ নেন এই গুণী শিল্পীরা।
কনসার্টে বেনুকা ইনস্টিটিউট অব আর্টস এবং ডিসিআই অরফানেজের শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের অভিভূত করে। এই কনসার্টের টিকিটের মূল্য ছিলো ১২০০ টাকা। এ থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুকে সমপরিমাণ অর্থের সহায়তা দেওয়া হবে।
ডিসিআই’র প্রধান নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা ডা. এহসান হক বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছি। এই চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস ও ফান্ড রেইজিং কনসার্টের সহায়তায় আমরা এসব শিশুদের ভবিষ্যৎ উন্নয়নে সাহায্য করতে সক্ষম হব।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড অর্থপূর্ণ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ খাতগুলোর উন্নয়নে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পেরে আমরা সত্যিই গর্বিত।