মো:আজাদ জৈন্তাপুর সিলেট: – সিলেট জেলা জৈন্তাপুর উপজেলার লালখালে বেড়াতে এসে চোরাবালীতে আটকা পড়ে ২ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এলাকাবাসী ও পর্যটকের সাথে থাকা বন্ধুরা জানান-মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি ) বিকাল অনুমান সাড়ে ৪ ঘটিকার সময় নৌকাযোগে ৫জন পর্যটক জিরোপয়েন্ট এলাকায় বেড়াতে যান। এক পর্যায়ে লালাখাল মিস্ত্রীঘাট নামক স্থানে পানিতে নেমে গোসল করতে গেলে ২ বন্ধু চোরাবালিতে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে ২ পর্যটককে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। হতভাগ্যরা হলেন- ঢাকার বাসিন্ধা হুমায়ুন রেজার ছেলে হাসান মোহাম্মদ সাঈদ (২৫),অপরজন চাপাইনবাবগঞ্জের মোঃ ইব্রাহীম হোসেন এর ছেলে ইসহাক ইব্রাহীম (২৫)। বন্ধুরা জানান- তারা সবাই কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র।