ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টিলা থেকে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় আজ শুক্রবার সকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের মফিজ মিয়ার উচু টিলা থেকে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে ২ শ্রমিক আহত হন। তাদের কসবা হাসপাতালে নেয়ার পথে মালু মিয়া (২৫) নামে এক শ্রমিক মারা যান। অপর শ্রমিক হোসাইন মিয়াকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মালু মিয়ার বাড়ি উপজেলার সস্তাপুর গ্রামে।এ ব্যাপারে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সিএনএন বিডি ২৪.কমকে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।