মাগুরা প্রতিনিধি :- মাগুরা সদর উপজেলার শেখ পাড়ায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয়
জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে যশোরগামী যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের দুই নারী ঘটনাস্থলে নিহত হয়। আহতদের মধ্যে গুরুতর চারজনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পুলিশ মাক্রোবাসটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে গেছে। এঘটনায় সদর থানায় মামলা হয়েছে।