নিজস্ব প্রতিনিধি:- নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। আহত
হয়েছেন আরো ২০ জন।আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত যাত্রীদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে দুই শিশু আছে। লাশগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনেকে হতাহত হন। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরিফুর রহমান দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।